ঢাকা | বঙ্গাব্দ

রাঙ্গামাটিতে জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মামুন মিন্টু গ্রেফতার

  • আপলোড তারিখঃ 19-12-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 22195 জন
রাঙ্গামাটিতে জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মামুন মিন্টু গ্রেফতার ছবির ক্যাপশন: ১

​মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:-

​রাঙ্গামাটি জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য মোঃ মামুন মিন্টুকে (৪৫) গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত একটি রাজনৈতিক মামলায় তাকে গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৯ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ তারিখে রাঙ্গামাটি পৌরসভাধীন কোতয়ালী থানার জেনারেল হাসপাতাল এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকেই মামলার আসামী মামুন মিন্টুকে আটক করা হয়।​গ্রেফতারকৃত মামুন মিন্টু রাঙ্গামাটি শহরের সদর হাসপাতাল এলাকা (০৯নং ওয়ার্ড) এর বাসিন্দা। তিনি রাঙ্গামাটি পার্বত্য জেলা স্বেচ্ছাসেবকলীগের সক্রিয় সদস্য হিসেবে দায়িত্বরত ছিলেন।

​কোতয়ালী থানা পুলিশ জানায়, তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে রাজনৈতিক মামলা দায়ের করা ছিল। গ্রেফতারের পর তাকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন