ঢাকা | বঙ্গাব্দ

​রাঙ্গামাটিতে জেলা পুলিশের জমকালো মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ 22-12-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 16863 জন
​রাঙ্গামাটিতে জেলা পুলিশের জমকালো মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত ছবির ক্যাপশন: ১



​মোঃকামরুল ইসলাম , রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:-

রাঙ্গামাটি  পুলিশ লাইন্স মাঠে আজ (২১ ডিসেম্বর) পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, শারীরিক সক্ষমতা ও শৃঙ্খলা বৃদ্ধির লক্ষ্যে মাস্টার প্যারেড ও ‘কিট প্যারেড’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন রাঙ্গামাটির পুলিশ সুপার (এসপি) জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।

​সকালে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে প্যারেড কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ তারেক সেকান্দারের নেতৃত্বে জেলা পুলিশের ৭টি কন্টিনজেন্ট পুলিশ সুপারকে সালাম ও অভিবাদন প্রদান করেন।

​শৃঙ্খলাই বাহিনীর পরিচয় প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, মাস্টার প্যারেড হলো জেলা পুলিশের সক্ষমতার প্রদর্শনী। একটি বাহিনী কতটা সুশৃঙ্খল এবং চৌকস, তার প্রমাণ মেলে এই প্যারেডের মাধ্যমে। শারীরিক ফিটনেস এবং মানসিক বিকাশের জন্য নিয়মিত প্যারেড অনুশীলনের কোনো বিকল্প নেই।

​তিনি আরও বলেন, জনসাধারণের সাথে উত্তম ব্যবহার এবং সর্বোচ্চ সেবার মাধ্যমে নিজেকে গর্বিত পুলিশ সদস্য হিসেবে গড়ে তুলতে হবে। যেকোনো সংকট মোকাবিলায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মেনে সুশৃঙ্খলভাবে কাজ করতে হবে।

​সতর্কতা ও দিকনির্দেশনা পুলিশ সুপার ড্রেসরুলস মেনে পোশাক পরিধান, ব্যক্তিগত স্বাস্থ্য সচেতনতা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে কঠোর নির্দেশনা দেন। প্যারেড শেষে তিনি সদস্যদের কিট (ব্যক্তিগত সরঞ্জাম) এবং টার্ন আউট পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন এবং ভালো পারফরম্যান্সের ভিত্তিতে অনেককে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।

​বিভাগীয় স্থাপনা পরিদর্শন প্যারেড অনুষ্ঠান শেষে পুলিশ সুপার জেলা পুলিশের অস্ত্রাগার, ডি-স্টোর, রেশন স্টোর, যানবাহন শাখা, সি-স্টোর এবং ফোর্সের মেস ও ব্যারাক পরিদর্শন করেন। এসময় তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

​উপস্থিত কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ইকবাল হোছাইন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ জসীম উদ্দীন চৌধুরী পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (বরকল সার্কেল) জনাব আসিফ ইমাম, সহকারী পুলিশ সুপার (এসএএফ) জনাব মোজাম্মেল হকসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।




কমেন্ট বক্স
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন