মোঃমনিরহোসেন
তারেক রহমান আসছে, বাংলাদেশ হাসছে’-এমনই স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে রাজধানীর পূর্বাচলের তিনশ’ ফিট এলাকা। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে একনজর দেখার জন্য, তার মুখের একটুখানি কথা শোনার তিনশ’ ফুট এলাকা অগুনতি মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়l
বৃহস্পতিবার সকাল থেকেই লোকারণ্যে পরিণত হয় তিনশ’ ফিট এলাকার সমাবেশস্থল।মঞ্চের সামনে ও আশ-পাশে কোনো জায়গা ফাঁকা নেই দাঁড়ানোর।
সকালের আলো ফোটার পর থেকেই হেঁটে হেঁটে এবং খণ্ড খণ্ড মিছিল নিয়ে গণসংবর্ধনাস্থলে আসেন দলের নেতা-কর্মীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তার স্বদেশে ফেরার এই মুহূর্ত ঘিরে দলীয় পতাকা-ব্যানার হাতে এক অনন্য উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি হয়েছে নেতাকর্মীদের মাঝে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকেবাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারেক রহমান।
ভিআইপি লাউঞ্জ থেকে বের হয়ে জুতা খুলে খালি পায়ে দুর্বা ঘাসে পা রাখেন তিনি। এরপর হাতে এক মুঠো মাটি হাতে নিয়ে মাতৃভূমির সুবাস নেন।
এরপর নির্ধারিত লাল-সবুজ রঙের একটি বাসে করে পূর্বাঞ্চলের তিনশ’ ফিটের দিকে রওনা হয়েছেন তারেক রহমান। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাচলে তিনশ’ ফুটে গণসংবর্ধনাস্থলের দিকে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান।
সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের বহর তারেক রহমানকে বহনকারী বাসটির সামনে হাঁটছেন। পেছনে ধীরে ধীরে লাল সবুজ গাড়িটি যাচ্ছে। গাড়ির সামনের আসনে বসে রাস্তা দুই পাশে থাকা নেতা কর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন তারেক রহমান।কিছুক্ষণের মধ্যেই সংবর্ধনাস্থল তিনশ ফিটে আয়োজিত মঞ্চে উপস্থিত হবেন তিনি।
এরই মধ্যে মঞ্চে অবস্থান নিয়েছেন বিএনপি এবং বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা বিভিন্ন দলের শীর্ষ নেতারা। এই ছাড়া তারেক রহমানকে একনজরে দেখার জন্য অপেক্ষা করছেন লাখো নেতাকর্মী। ছোট-বড়, নারী-পুরুষ নির্বিশেষে সবাই ব্যানার, পতাকা এবং পোস্টার হাতে অভ্যর্থনা জানাতে প্রস্তুত রয়েছেন। সংবর্ধনাস্থল ঘিরে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কাজ করছেন পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনীসহ বিভিন্ন সংস্থার সদস্যরা।