মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি জেলা প্রতিনিধি:-
রাঙামাটিতে শহীদ ওসমান হাদির জীবন, আদর্শ এবং তাঁর নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ‘আমরা সবাই হাদি হবো’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন জুলাই চত্বরের সামনে এই সভার আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইয়ুথ মিশন রাঙামাটি।রাঙামাটি জেলা পরিষদের সদস্য মোঃ মিনহাজ মুরশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মো: হাবীব আজম।আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মো: হাবীব আজম বলেন, শহীদ ওসমান হাদি শুধু একজন ব্যক্তি নন, তিনি ছিলেন প্রতিবাদ, সাহস ও ন্যায়ের প্রতীক। তাঁর এই আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। হাদির হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মোঃ কামাল হোসেন, আহ্বায়ক, সম অধিকার পরিষদ, রাঙামাটি কিন্ডার স্কুলের প্রতিষ্ঠাতা ও শিক্ষা অনুরাগী আব্দুল কাদের, খ্যাতিমান চিত্রশিল্পী মোহাম্মদ ইব্রাহীম এবং বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বুলবুল হোসেন। বক্তারা হাদির অসমাপ্ত স্বপ্ন ও অপূর্ণ আশাগুলো বাস্তবায়নে একটি জোরালো সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
তারুণ্যের অঙ্গীকার,আমরা সবাই হাদি হবো’
রাঙামাটি ইয়ুথ মিশনের সাধারণ সম্পাদক সৈয়দ নয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন তানজুম আরা তামান্না। এছাড়া রেড ড্রপ সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সংহতি প্রকাশ করে সভায় উপস্থিত ছিলেন।
আলোচনা সভা থেকে ঘোষণা দেওয়া হয়, হাদির আদর্শকে ধারণ করে সমাজ থেকে অন্যায় ও বৈষম্য দূর করতে তরুণ সমাজকে আরও সোচ্চার হতে হবে। আয়োজকরা বলেন, আমরা সবাই হাদি হবো—এই স্লোগানকে সামনে রেখে একটি ন্যায়ভিত্তিক ও সাম্যবাদী সমাজ গঠনই আমাদের মূল লক্ষ্য।
বক্তারা অবিলম্বে শহীদ ওসমান হাদির হত্যাকারীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান, যাতে ভবিষ্যতে এমন নৃশংস ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।