ঢাকা | বঙ্গাব্দ

বন্যা পরবর্তী দুর্ভোগ নিরসন করতে সরকার তৎপর নয় : রুহুল কবির রিজভী।

  • আপলোড তারিখঃ 22-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 616188 জন
বন্যা পরবর্তী দুর্ভোগ নিরসন করতে সরকার তৎপর নয় : রুহুল কবির রিজভী। ছবির ক্যাপশন: ফাইল ছবি


 

রিপোর্ট হারুন ://দেশের বিভিন্ন জেলায় নব্যায় এবং প্রবল বর্ষনে জলাবদ্ধতার কারণে। সৃষ্ট দুর্ভোগ নিরসনে সরকারের তৎপরতা দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয়  কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, শেরপুর, নেত্রকোনাসহ বৃহত্তর ময়মনসিংহ ও উত্তরাঞ্চলে বন্যায় এবং প্রবল বর্ষনে কুষ্টিয়া, যশোর, খুলনায় ব্যাপক জলাবদ্ধতার কারণে সৃষ্ট দুর্ভোগ নিরসনে সরকারের পক্ষ থেকে তেমন একটা তৎপরতা দেখা যাচ্ছে না। দেশের পূর্বাঞ্চলে বন্যায় যেভাবে সরকারি বেসরকারি উদ্যোগে ব্যাপক তৎপরতা দেখা গিয়েছিল সেটি বর্তমানে দেখা যাচ্ছে না। তিনি বলেন, সাম্প্রতিক বন্যায় কৃষক ও খামারিদের অতি দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। বন্যা উপদ্রুত মানুষ এবং  তাদের পরিবারের দুরাবস্থার বিষয়ে সরকারকেই প্রধান ভূমিকা রাখতে হবে। যেমন বাজারে চাউল,ডাল,সবজি, মাছ,মাংস, ডিমের সরবরাহ ঠিক রাখতে হলেও সরকারকে উদ্যোগী হতে হবে। সার,কীটনাশক ও বীজের সরবরাহ বাড়িয়ে কিংবা প্রণোদনা দিয়ে কৃষক এবং  খামারিদের পাশে দাঁড়াতে হবে বলে জানিয়েছেন।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন