ঢাকা | বঙ্গাব্দ

মানুষ এখনও প্রকৃত স্বাধীনতা অর্জন করতে পারেনি- আমীর, ইসলামী সমাজ

  • আপলোড তারিখঃ 25-08-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 637714 জন
মানুষ এখনও প্রকৃত স্বাধীনতা অর্জন করতে পারেনি- আমীর, ইসলামী সমাজ ছবির ক্যাপশন: এখন সংবাদ ২৪


 নিজস্ব প্রতিবেদক: //

গত ২৪ আগস্ট, শনিবার বিকেলে বায়তুল মোকারমের উত্তর গেইটে 'ইসলামী সমাজ' এর উদ্যোগে- "দুর্নীতি ও বৈষম্য মুক্ত কল্যাণকর সমাজ এবং রাষ্ট্র গঠনের উপায়ের" বিষয়ে অনুষ্ঠিত মানবাধিকার সমাবেশে প্রধান বক্তব্য রাখেন ইসলামী সমাজের আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর। তিনি বলেন,দেশ ও জাতির মানুষ ভয়াবহ বিপর্যয় থেকে শিক্ষা গ্রহণ করেনি এবং আযাব- গজবের পথ মানব রচিত ব্যবস্থা গণতন্ত্র ত্যাগ না করে অন্তর্র্বতীকালীন সরকারের নেতৃত্বে আযাব-গজবের পথেই চলছে। তিনি বলেন, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, ভূমিকম্প ও ভূমিধ্বস এবং অর্থ-সম্পদের মোহ ও ক্ষমতা-আধিপত্য বিস্তার নিয়ে মানুষে মানুষে সংঘাত- সংঘর্ষ ইত্যাদি শিরক ও কুফরের অধীনে মানুষের কৃত অপরাধের শান্তি স্বরূপ আল্লাহ্ রাব্বুল আলামীনেরই আযাব-গজব। তিনি বলেন, ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতনসহ বিভিন্ন ইস্যুতে জাতীয় জীবনে বিপর্যয়মূলক ঘটনা সমূহ এবং চলমান বন্যা মূলতঃ আল্লাহ রাব্বুল আলামীনের আযাব-গজবেরই অংশ। দেশে চলমান বন্যার ভয়াবহতার অন্যতম একটি কারণ ভারত সরকারের অনৈতিক বাঁধ খুলে দেওয়া একথার উল্লেখ করে তিনি ভারত সরকারকে এধরনের অনৈতিক কাজ থেকে বিরত থাকার আহবান জানান। আযাব-গজবের পথ গণতন্ত্র ত্যাগ করে রহমতের পথ 'ইসলাম' গ্রহণ না করলে এবং গণতন্ত্রের পথে চলতে থাকলে সৃষ্টিকর্তা আল্লাহর বিভিন্ন রকম আযাব-গজবের শিকার হয়ে জাতি ধ্বংস হয়ে যাবে। মানব রচিত ব্যবস্থা থেকে মুক্ত না হলে প্রকৃত স্বাধীনতা অর্জিত হয় না বিধায়; জাতির মানুষ এখনও স্বাধীনতা অর্জন করতে পারেনি একথার উল্লেখ করে তিনি বলেন, প্রকৃত স্বাধীনতা অর্জনে এবং বন্যাসহ সকল প্রকার আযাব-গজব থেকে বাঁচার লক্ষ্যে গণতন্ত্র ত্যাগ করে গণতন্ত্রসহ সকল মানব রচিত ব্যবস্থার বিরুদ্ধে সকলকে দৃঢ় অবস্থান গ্রহণ করতে হবে এবং সকল ধর্মের লোকদের জন্য যার যার ধর্ম পালনের সুযোগ রেখে সমাজ ও রাষ্ট্রে ইসলামের আইন-বিধান আল্লাহর রাসূল হযরত মুহাম্মাদ (সাঃ) এর প্রদর্শিত পদ্ধতিতে প্রতিষ্ঠা করতে হবে। ইসলাম প্রতিষ্ঠিত হলেই "দুর্নীতি ও বৈষম্য মুক্ত কল্যাণকর সমাজ ও রাষ্ট্র গঠন করা সম্ভব হবে, সকলের সকল অধিকার আদায় এবং সংরক্ষণ হবে, সকলে আযাব-গজব থেকে রক্ষা পাবে। দলমত নির্বিশেষে সকলকে তিনি বন্যা কবলিত মানুষ এবং ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের পতন ইস্যুতে আহত লোকদের চিকিৎসা ও আহত, নিহত সকলের পরিবারসহ বিপদগ্রস্থ সকলের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, 'ইসলামী সমাজ' গণতন্ত্রসহ সকল প্রকার মানব রচিত ব্যবস্থার বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করেই আল্লাহর রাসূল হযরত মুহাম্মাদ (সাঃ) এর প্রদর্শিত পদ্ধতিতে সমাজ ও রাষ্ট্রে ইসলামের আইন-বিধান প্রতিষ্ঠার আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ষ্ট্রপতি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাগণ এবং দেশবাসী ছাত্র-জনতা সকলকে তিনি গণতন্ত্র ত্যাগ 'করে ইসলামের আইন-বিধান প্রতিষ্ঠার প্রচেষ্টায় শামিল হওয়ার আন্তরিক আহ্বান জানান।সমাবেশে আরও বক্তব্য রাখেন- কেন্দ্রীয় নেতা মুহাম্মাদ ইয়াছিন এবং আবু জাফর মোঃ সালেহ। এসময় আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় নেতা ও বিভাগীয় দায়িত্বশীল- মুহাম্মাদ ইউসুফ আলী মোল্লা, আমীর হোসাইন, মোঃ নুরুদ্দিন, মোঃ আলী জিন্নাহ, মোঃ আজমুল হক, সেলিম মোল্লা, আবু বকর সিদ্দিক, আসাদুজ্জামান বুলবুল, সাইফুল ইসলাম, হাফিজুর রহমান এবং বিভিন্ন নেতা-কর্মীগণ।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন