ঢাকা | বঙ্গাব্দ

ঝিনাইদহের সাবেক এমপি নায়েব আলী জোয়ার্দার গ্রেফতার

  • আপলোড তারিখঃ 13-09-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 630557 জন
ঝিনাইদহের সাবেক এমপি নায়েব আলী জোয়ার্দার গ্রেফতার ছবির ক্যাপশন: ১

ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দারকে গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত ১১টা ৫৫ মিনিটে জেলার আরাপপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব-৬র একটি দল।র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, গত ৪ আগস্ট ঝিনাইদহ সদর এলাকায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এজাহারভুক্ত আসামি সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দারকে গ্রেফতার করা হয়েছে।তিনি বলেন, গত ৪ আগস্ট ঝিনাইদহ সদর এলাকায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায়

বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন