ঢাকা | বঙ্গাব্দ

তরুণদের ভাইরাল হওয়ার প্রবণতা সত্যি ভয়াবহ: ফাহমিদা নবী

  • আপলোড তারিখঃ 16-09-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 584780 জন
তরুণদের ভাইরাল হওয়ার প্রবণতা সত্যি ভয়াবহ: ফাহমিদা নবী ছবির ক্যাপশন: ১

ফাহমিদা নবী। নন্দিত কণ্ঠশিল্পী ও সুরকার। সম্প্রতি এইচএম ভয়েস থেকে প্রকাশিত হয়েছে তাঁর নতুন একক গান ‘ও মন তোমার হব’। মেলোডি সুরের এই রোমান্টিক গান নিয়ে শ্রোতাদের প্রতিক্রিয়া, এ সময়ের ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তাঁর সঙ্গে– 
 
মেলোডি সুরের আরেকটি নতুন গান প্রকাশ করলেন। ‘ও মন তোমার হব’ গানটি শুনে কী বলেছেন শ্রোতারা?
শ্রোতাদের কথায় এটাই স্পষ্ট যে, তারা সবসময় আমার কণ্ঠে মেলোডি সুরের গানই শুনতে পছন্দ করেন। ‘ও মন তোমার হব’ তেমনই একটি গান, যার জন্য তারা প্রতীক্ষায় ছিলেন।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

রাঙ্গামাটিতে নবাগত পুলিশ সুপারের বিশেষ কল্যাণ সভা: পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিংয়ের নির্দেশ