নিজস্ব প্রতিবেদক:বৃহস্পতিবার,১৭ অক্টোবর, ২০২৪ ইং।
রাজধানীর পল্লবীতে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপি'র সদ্য সাবেক সদস্যসচিব
আমিনুল হক এর পক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে ডেঙ্গু সতর্কতা ও ডেঙ্গু মশার বংশবিস্তার রোধে পল্লবীর ২ নম্বর ওয়ার্ড এলাকাজুড়ে লিফলেট বিতরণ করেছে পল্লবীর ২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা।
ডেঙ্গু প্রতিরোধে এই জনসচেতনামূলক লিফলেট বিতরণ করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল ঢাকা মহানগর উত্তর এর সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনি।
লিফলেট বিতরণকালে স্থানীয় ও ভাড়াটিয়া বাসিন্দাদের ডেঙ্গুর বাহক এডিস মশা প্রতিরোধসহ ডেঙ্গু সম্পর্কে সতর্ক করা হয়। পাশাপাশি এডিস মশা প্রতিরোধে পুরো এলাকায় থাকা খাল ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক মোহাম্মদ মাসুদুর রহমান খান ও ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা এস এম জহিরুল ইসলাম,পল্লবী থানা স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ পলাশ মোল্লাহ ও মিজানুর রহমান।
এছাড়াও লিফলেট বিতরণে আরও উপস্থিত ছিলেন পল্লবী থানাধীন ২ ও ৯১ ওয়ার্ডের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।