ঢাকা | বঙ্গাব্দ

মলম পার্টির খপ্পরে অজ্ঞাত ব্যক্তি, খবর পেয়ে উদ্ধার করল পুলিশ

  • আপলোড তারিখঃ 30-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 610988 জন
মলম পার্টির খপ্পরে অজ্ঞাত ব্যক্তি,  খবর পেয়ে  উদ্ধার করল পুলিশ ছবির ক্যাপশন: যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ী হতে তোলা

ঢাকায় ব্যস্ততা বাড়ছে  আর এ সুযোগ কাজে লাগাতে সক্রিয় মলম পার্টি। নির্দিষ্ট ব্যক্তিকে টার্গেটের পর কৌশলে মলম লাগিয়ে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে এই চক্র। এমনই মলম পার্টির খপ্পরে পড়ে সব হারিয়েছেন একজন যুবক। বিষয়টি জানতে পেরে জনপথ মোড়ে অবস্থিত যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ীতে এলাকার লোকজন খবর দেওয়া হলে ইনচার্জ মোঃ হাসান বশির তড়িৎ গতিতে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

ভুক্তভোগী ওই যুবকের নাম- রাসেল, পিতা- মোজাম্মেল হক, মাতা- জাহানারা বেগম,  স্থায়ী সাং: গ্রাম-খাইছারা, রহমান বাজার, থানা- চান্দিনা, জেলা- কুমিল্লা। 

জানা যায় উক্ত যুবক ২৩/০৩/২০২২ ইং তারিখ সৌদি আরব কাজের উদেশ্যে পারি দেন এবং ৯০ দিনের ভিসার মেয়াদ নিয়ে এর পরে সে আর ভিসা ইস্যু করে নাই এবং প্রায় ২ বছর অবৈধ ভাবে সৌদি আরবে অবস্থান করেন। একপর্যায়ে  সে সৌদি পুলিশের হাতে ধরা পরে এবং তাকে জেলে প্রেরণ করা হয়।  আজ ৩০/১০/২০২৪ইং তারিখে একটি ফ্লাইটে সৌদি সরকার তাকে বাংলাদেশে প্রেরণ করে। পরবর্তীতে ওই যুবক এয়ারপোর্ট হতে বাস যোগে সায়েদাবাদ জনপথ মোড়ে আসার পথে মলম পাটির কবলে পরে বিকেলে। 


উক্ত যুবকের সাথে পার্সপোর্ট থাকায় তার বর্ণিত ঠিকানার জরুরী নম্বরে পুলিশ সদস্যরা যোগাযোগ করে আত্মীয়-স্বজনদের জানালে  তাকে তারা সনাক্ত করতে সক্ষম হয় এবং  উক্ত যুবককে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন