ঢাকা | বঙ্গাব্দ

খুলনায় অবৈধ বিদেশি সিগারেট জব্দে কাস্টমস এর অভিযান

  • আপলোড তারিখঃ 19-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 434532 জন
খুলনায় অবৈধ বিদেশি সিগারেট জব্দে কাস্টমস এর অভিযান ছবির ক্যাপশন: ১


আব্দুল কাইয়ুম খান 


গত ১১ ফেব্রুয়ারি দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা কাস্টমস নিউমার্কেট ও দৌলতপুরে আমার ট্রেডার্স, বেলাল স্টোর ও দুলাল স্টোরে অভিযান চালিয়ে ৩৭ হাজার শলাকা এল জি এম, ওমেগা ব্লাক লেবেল, ব্লাক ফ্রুটস, প্লাটিনাম ৭ ব্লু, ডানহিল, মন্ড স্ট্রবেরি, মন্ড এপেল , ডানহিল কুল, ইজি গোল্ড, ইজি লাইট, অরিস লাইট, করিস মেন্থল, অরিস সুপার স্লিম, অরিস গোল্ড, অরিস ন্যানো, ব্লাক সহ বিভিন্ন ধরনের ৩৭হাজার শলাকা অবৈধ বিদেশি সিগারেট জব্দ করে । উক্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে কাস্টমস খুলনার পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়। খুলনায় অবৈধ বিদেশি সিগারেট বিক্রি বন্ধে কাস্টমসের এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলেও কাস্টমস সূত্র নিশ্চিত করে ।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

রাঙ্গামাটিতে নবাগত পুলিশ সুপারের বিশেষ কল্যাণ সভা: পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিংয়ের নির্দেশ