নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির অভিষেক ওয়ানডে সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭১ রান করেছে টাইগ্রেসরা।ওয়ানডেতে বাংলাদেশ নারী দলের এটিই সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড। আগের রেকর্ডটি ছিল গত বছরে আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে। সেবার ৪ উইকেটে ২৫২ রান করেছিল তারা।
আজ লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে দলীয় ১৫ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ইশমাহ তানজিম ৮ রানে ফেরেন। তবে এরপর ১০৪ রানের জুটি গড়েন ফারজানা হক ও শারমিন আখতার। ফারজানা ৮২ বলে ৫৩ রানে মাঠ ছাড়েন।
দলনেতা নিগার ছিলেন বেশ বিধ্বংসী। ইনিংসের শেষ ওভারে আউট হওয়া এই তারকা ৮০ বলে ১০১ রান করেন। তার ইনিংসে ছিল ১৫টি চার ও একটি ছক্কা। অন্যপ্রান্তে ১২৬ বলে ১১ চারে ৯৪ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন শারমিন। শারমিন-নিগার জুটিতে ১৩৮ বলে ১৫২ রান আসে।