নিজস্ব প্রতিবেদক:
মোঃগোলাম কিবরিয়া বাউফল://
২ এপ্রিল বাউফল উপজেলা যুবদলের উদ্যোগে পতিত স্বৈরাচার শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা যুবদলের আহ্বায়ক ও দীর্ঘদিনের রাজপথের লড়াকু নেতা সাইফুল ইসলাম জসিম। উক্ত মিছিলে অংশগ্রহণকারী কিছু কর্মীর ভুল স্লোগানকে কেন্দ্র করে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে জসিমকে বিতর্কিত করার অপচেষ্টা চালায়। এরই প্রেক্ষিতে কেন্দ্রীয়ভাবে তার বিরুদ্ধে বহিষ্কারাদেশ জারি করা হয়।
এই বহিষ্কারাদেশ বাউফল উপজেলা যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তারা এই সিদ্ধান্তকে উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক আখ্যা দিয়ে বলছেন, "দীর্ঘদিন রাজপথে সংগ্রাম করে যিনি যুবদলকে সুসংগঠিত করেছেন, তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে এভাবে দল থেকে অব্যাহতি দেওয়া দুঃখজনক ও হতাশাজনক।"
সাইফুল ইসলাম জসিম ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত। তিনি ছিলেন ৮৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি, বৃহত্তর ডেমরা থানা ছাত্রদলের সহ-সভাপতি ও সভাপতি, পটুয়াখালী জেলা যুবদলের সহ-সভাপতি এবং সর্বশেষ বাউফল উপজেলা যুবদলের আহ্বায়ক।
স্থানীয় নেতাকর্মীদের ভাষায়, "জসিম ভাই আওয়ামী লীগ সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে পরিবার পরিজনের মায়া ত্যাগ করে দলের জন্য নিরলসভাবে কাজ করেছেন। জেল-জুলুম ও নির্যাতনকে পরোয়া না করে তিনি যখন রাজপথে সক্রিয় ছিলেন, তখন অনেকেই ছিলেন নিশ্চুপ।"
তারা আরও বলেন, "সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে তাকে শাস্তি না দিয়ে বরং উৎসাহ দেওয়া উচিত ছিল। একজন নেতা একদিনে তৈরি হয় না, ৩৮ বছরের রাজনীতিক জীবনের অভিজ্ঞতা ও ত্যাগের ভিত্তিতেই একজন সাইফুল ইসলাম জসিম গড়ে উঠেছেন।"
তারা অভিযোগ করেন, একটি অনলাইন পত্রিকার ভুল প্রতিবেদনের ভিত্তিতে ও কোনো যাচাই-বাছাই ছাড়াই তার বিরুদ্ধে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে, যা চরম রাজনৈতিক অবিচার।
বাউফলের যুবদল নেতাকর্মীরা অবিলম্বে সাইফুল ইসলাম জসিমের বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে জোর দাবি জানিয়েছেন এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সঠিক বিচার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।