ঢাকা | বঙ্গাব্দ

মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেফতার করেছেন পুলিশ

  • আপলোড তারিখঃ 11-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 370117 জন
মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেফতার করেছেন পুলিশ ছবির ক্যাপশন: ১

হৃদয় ইসলাম//মনির হোসেন ://

রাজধানী ঢাকার মোহাম্মদপুরে দিনব্যাপী সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।শুক্রবার (১১ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মোহাম্মদপুর থানা পুলিশের সাঁড়াশি অভিযানে বিভিন্ন এলাকা থেকে নারীসহ মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতাররা হলেন- ওবায়দুল (১৯), সিয়াম (১৯), মিঠু (১৯), হেলাল (২০), শাওন (২১), সাব্বির (২০), রিয়াজ (২৬), আল আমিন বাবু (৩৮), বসির (৩৮), শাহিন (২৫), মোহন (২৬), আব্দুস সালাম (৩৫) ও সুমন (৩৫)।গ্রেফতাদের মধ্যে ডিএমপির মামলায় চারজন, দস্যুতা মামলায় দুজন, দ্রুত বিচার আইনে ছয়জন এবং  খুনের মামলায় এক আসামি রয়েছেন। তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন