আফজাল হোসেন জয়।
বান্দরবান।
বিচার বিভাগের প্রয়োজনীয় সংস্কার করা হবে, অন্তর্বর্তী সরকারের আমলেই বিচারক সংকট নিরসন, অবকাঠামোগত উন্নয়ন সহ প্রয়োজনীয় সব সংস্কার করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
আজ শনি বার (১২ এপ্রিল ২৫ইং) সকালে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালত সম্প্রসারণের জন্য, ভবন নির্মাণের জায়গা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আইন উপদেষ্টা আরো বলেন,
প্রতিটি জেলায় এজলাস সংকট ও বিচারক সংকট কমন একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। বান্দরবানে যে কোর্ট আছে সেখানে জায়গার সংকুলান হয় না। যার কারণে বিচার প্রত্যাশীদের অনেক কষ্ট হচ্ছে।
এখানে ম্যাজিস্ট্রেট কোর্ট হবে কিন্তু নতুন ভবন করলে বিভিন্ন দিক থেকে আপত্তি আসে। আইনজীবীদের মধ্যেও আপত্তি আছে। তারপরও যদি অপকারের চেয়ে উপকার বেশি হয় তাহলে দ্রুত সময়ে বিল্ডিং নির্মাণের কাজ শুরু করা হবে। অন্তর্বর্তী সরকারের আমলেই এসব কাজ সমাধান করে দেওয়ার চেষ্টা চালিয়ে যাব।
এ সময় আদালতের চাপ কমাতে পারিবারিক আদালতের মামলা গুলো বাধ্যতা মূলক শালিসের মাধ্যমে সমাধান করতে বলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
পরিদর্শন শেষে তিনি বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের মিলনায়তনে বিচারক ও প্রশাসনের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।
এসময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।