ঢাকা | বঙ্গাব্দ

আনসার ভিডিপি প্রশিক্ষক আনোয়ারা বেগমের বর্ণাঢ্য বিদায়।

  • আপলোড তারিখঃ 17-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 321936 জন
আনসার ভিডিপি প্রশিক্ষক আনোয়ারা বেগমের বর্ণাঢ্য বিদায়। ছবির ক্যাপশন: ১


আফজাল হোসেন জয়।

বান্দরবান।


বান্দরবানের লামা উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক আনোয়ারা বেগমের অবসরজনিত বিদায় (১৬ এপ্রিল ২৫ইং) উপজেলা আনসার ভিডিপি কার্যালয় মাঠে জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত।


আনোয়ারা বেগম দীর্ঘ কর্ম জীবনে তার সহকর্মী এবং অধীনস্থ সকল সদস্যদের সাথে সব সময় সৌহার্দ্য পূর্ণ আচরণ করতে, তার ব্যবহারে সকলেই  ছিলেন মুগ্ধ, বিদায় বেলায় সহকর্মী এবং অধীনস্থ সকল সদস্যদের চোখের জলই তা প্রমান করে।।


আনোয়ারা বেগমের বিদায় উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়, বিদায়ী প্রশিক্ষক এর বিদায় অনুষ্ঠানে  ছিলো বর্ণাঢ্য আয়োজন। অনুষ্ঠানে প্রধান  অতিথি ছিলেন বিদায়ী প্রশিক্ষক আনোয়ারা বেগম, অনুষ্ঠানে সভাপতি ছিলেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আঙ্গুরা বেগম, সঞ্চালনা করেন উপজেলা প্রশিক্ষক মোঃ হিরু।


বক্তব্য রাখেন-লামা পৌরসভা ৪ নং ওয়ার্ড দলনেত্রী মরিয়ম বেগম, আনসার কমান্ডার মোঃ রুবেল, হিল ভিডিপি উপজেলা সদর প্লাটুন লিডার ময়নুল, আজিজ নগর ইউনিয়ন দলনেতা রফিক আহমেদ চৌধুরী,সরই ইউনিয়ন দলনেতা মোঃ হালিম,রোয়াংছড়ি উপজেলা প্রশিক্ষক সুলতানা বেগম, চকরিয়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা তাহেরা বেগম।


 আলোচনা অনুষ্ঠানের সভাপতি আঙ্গুরা বেগম এবং বক্তাগণ বিদায়ী উপজেলা প্রশিক্ষিকা আনোয়ারা বেগমের বর্ণাঢ্য কর্মময় জীবনের প্রশংসা করেন, অবসর জীবনের সার্বিক সুস্থতা ও মঙ্গল কামনা করেন।


বিদায়ি প্রশিক্ষক আনোয়ারা বেগম সকলের কাছে দোয়া চান এবং কর্মজীবনের সুদীর্ঘ সময়ের ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করেন।

বিদায়ি প্রশিক্ষক আনোয়ারা বেগম কে সোনার আংটি পরিয়ে সম্মানিত করেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আঙ্গুরা বেগম।

অতঃপর উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান করেন উপজেলা কর্মকর্তা আঙ্গুরা বেগম এবং উপজেলা প্রশিক্ষক মোঃ হিরু। গজালিয়া ইউনিয়ন হিল ভিডিপির পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করেন পিসি হাফিজুল এবং এপিসি রফিক। আজিজ নগর ইউনিয়ন হিল ভিডিপির পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করেন পিসি মোঃ জাবের আলী।

এছাড়াও ইউনিয়ন দলনেতা দলনেত্রী এবং আনসার কমান্ডার সকলে মিলে ক্রেস্ট প্রদান করেন। উপজেলায় কর্তব্যরত সব প্লাটুন লিডার উপহার সামগ্রী প্রদান করেন। মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

রাঙ্গামাটিতে নবাগত পুলিশ সুপারের বিশেষ কল্যাণ সভা: পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিংয়ের নির্দেশ