ঢাকা | বঙ্গাব্দ

মাদারীপুর জেলা যুব মহিলা লীগ সভাপতি গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ 10-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 299897 জন
মাদারীপুর জেলা যুব মহিলা লীগ সভাপতি গ্রেপ্তার ছবির ক্যাপশন: ১

মাদারীপুর প্রতিনিধি://

মাদারীপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি নার্গিস আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।নার্গিস আক্তার মাদারীপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে উত্তরা গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) হেলালউদ্দিন ভূঁইয়া বলেন, ‘নার্গিস আক্তার সরকারবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাকে উত্তরার তিন নম্বর সেক্টর থেকে গ্রেপ্তার করা হয়েছে।’

তিনি আরও জানান, নার্গিস আক্তারকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

রাঙ্গামাটিতে নবাগত পুলিশ সুপারের বিশেষ কল্যাণ সভা: পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিংয়ের নির্দেশ