সংগৃহীতখবর ://
কারাগারে থাকা গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, তার স্ত্রী ফাহিমা খাতুনসহ ৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ জাকির হোসেন গালিব এই আদেশ দিয়েছেন।
দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া অন্যরা হলেন পানি উন্নয়ন বোর্ডের সাবেক চিফ ইঞ্জিনিয়ার আরিফ মোস্তফা, স্ত্রী তাহেরা মোস্তফা, মেয়ে সুবর্ণা মোস্তফা এবং ছেলে তাইফ মোস্তফা।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারি পরিচালক আবু মোহাম্মদ আনোয়ারুল মাসুদ আসামি উবায়দুল মোকতাদিরের নিষেধাজ্ঞার আবেদনে বলেন, ‘উবায়দুল মোকতাদির চৌধুরীর বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে অর্থনৈতিক অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত থেকে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন করেছেন মর্মে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। অনুসন্ধানকালে জানা যায়, উবায়দুল মোকতাদির চৌধুরী বর্তমানে ভিন্ন মামলায় কারাগারে রয়েছেন। তিনি জামিনে বের হয়ে দেশের বাহিরে চলে যেতে পারেন। এ ছাড়া তার স্ত্রী ফাহিমা খাতুন যে কোনো সময় দেশের বাহিরে চলে যেতে পারেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভাবণা রয়েছে। তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ প্রদান করা একান্ত প্রয়োজন