সিনিয়র ক্রাইম রিপোর্টার মোঃ মতিউল ইসলাম (হৃদয়):-
অভিযানকালে উদ্ধার করা হয় প্রতারণার শিকার ৩৮ জন চাকরি প্রার্থীকে, যাদের কাছ থেকে নেওয়া হয়েছিল ৮ থেকে ১৫ লক্ষ টাকা, ব্যাংকের ব্ল্যাংক চেক, ব্ল্যাংক স্ট্যাম্প এমনকি ব্যক্তিগত মোবাইল ফোনও। হোটেলেই চালানো হচ্ছিল ভুয়া স্বাস্থ্য পরীক্ষা ও চোখের কালার ব্লাইন্ড টেস্ট। প্রতারক চক্রের আটককৃত সদস্যদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনাডাঙা থানায় হস্তান্তর করা হয়।