ঢাকা | বঙ্গাব্দ

এপস্টেইন ফাইলস’- এ নাম রয়েছে ট্রাম্পের: মাস্কের বিস্ফোরক দাবি

  • আপলোড তারিখঃ 05-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 327925 জন
এপস্টেইন ফাইলস’- এ নাম রয়েছে ট্রাম্পের: মাস্কের বিস্ফোরক দাবি ছবির ক্যাপশন: ১

অনলাইনখবর://

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিলিয়নেয়ার ইলন মাস্কের মধ্যকার সম্পর্কটা মোটেও ভালো যাচ্ছে না। এর মধ্যেই উভয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘তর্কযুদ্ধে’ জড়িয়েছেন। বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে সরকারি খরচ কমানোর জন্য ইলন মাস্কের সঙ্গে সব চুক্তি বাতিলের কথা উল্লেখ করেছেন ট্রাম্প। এর জবাবে এবার ট্রাম্পকে নিয়ে এক বিস্ফোরক দাবি করে বসলেন এই বিলিয়নেয়ার।

বৃহস্পতিবার (৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে মাস্ক লেখেন, বড় বোমা ফাটানোর সময় এসেছে: এপস্টেইন ফাইলস এ ডোনাল্ড ট্রাম্পের নাম রয়েছে। এ কারণেই সেগুলোকে জনগণের সামনে আনা হচ্ছে না। ভালো দিন কাটুক ডিজেটি (ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ)!

প্রেসিডেন্ট পদে লড়বার সময় ট্রাম্প প্রয়াত ধনকুবের জেফ্রি এপস্টেইন এর যৌন অপরাধ সংক্রান্ত মামলার নথিপত্র প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি ওই মামলা সংক্রান্ত বেশ কয়েকটি নতুন নথি প্রকাশ করলেও সেগুলোতে এপস্টেইন এর বিষয়ে গুরুতর কোনো অপরাধের কথা উল্লেখ ছিল না।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদী বিএনপি জেলা কার্যালয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে ।