ঢাকা | বঙ্গাব্দ

মামলা বাণিজ্যর সঙ্গে যেই জড়িত থাকবে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপলোড তারিখঃ 10-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 313371 জন
মামলা বাণিজ্যর সঙ্গে যেই জড়িত থাকবে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে  স্বরাষ্ট্র উপদেষ্টা ছবির ক্যাপশন: ১

মোঃআবুলহোসেন://

মামলা বাণিজ্যর সঙ্গে যেই জড়িত থাকবে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেনগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেঃ কর্নেল (অবঃ) জাহাঙ্গীর আলম।

আজ মঙ্গলবার সকাল ১০ টায় গাজীপুরের গাছা থানা পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দেশের সকল থানার মামলাগুলো অনলাইন ভিত্তিক করা হচ্ছে। সাংবাদিকদের ওপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, মামলা বাণিজ্য সঙ্গে পুলিশ অথবা যে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। ইতিমধ্যে অনেককে শাস্তির আওতায় আনাও হয়েছে। 

এছাড়া মামলার সংখ্যা এবং আসামির সংখ্যা বেশী হাওয়ায় তা তদন্ত করতে সময় লাগছে বলে জানান তিনি।

তিনি বলেন, ‘দেশের অনেক থানায় নিজস্ব ভবন না থাকার কারণে ভাড়া করা ভবনে পুলিশি কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিশেষ করে গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার পুলিশের থাকা এবং খাওয়ার ব্যবস্থা কেমন এই বিষয়ে পরিদর্শন করতে এসেছি।’

এ সময় পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান,অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার নুর মোহাম্মদ নাসির উদ্দিন, গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী মোহাম্মদ রাশেদসহ গাজীপুর মেট্রোপলিটনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন