ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামের রাউজানে বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ দুই জনকে গ্রেফতার

  • আপলোড তারিখঃ 13-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 270019 জন
চট্টগ্রামের রাউজানে বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ দুই জনকে গ্রেফতার ছবির ক্যাপশন: ১

এম আই  হৃদয়,ক্রাইম রিপোর্ট://


  চট্টগ্রামের রাউজানে মাদক উদ্ধার অভিযানে গিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং  এক রাউন্ড গুলিসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- রাউজান থানার পশ্চিম গুজরা ইউনিয়নের মীরধারপাড়া এলাকার মৃত হেলালের ছেলে পারভেজ এবং  একই ইউনিয়নের গোরাছা ফকিরপাড়া এলাকার নুরুল আলমের ছেলে মোহাম্মদ সাকিব।

শুক্রবার (১৩ জুন) চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল এবং  ডিবি) মো. রাসেল। 


তিনি জানান, বৃহস্পতিবার (১২ জুন) রাত সাড়ে ৮টার দিকে পুলিশের একটি টিম খবর পায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বেচাকেনার জন্য রাউজান থানাধীন পশ্চিম গুজরা ইউনিয়নের মীরধারপাড়া সাহাবুদ্দীন আরিফ চেয়ারম্যানের বাড়ির পেছনে ডোবার পাশে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে রাউজান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নিজাম উদ্দিন দেওয়ানের নেতৃত্বে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে।


অভিযানে পারভেজ এবং  মোহাম্মদ সাকিব নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এর মধ্যে গ্রেফতার পারভেজকে তল্লাশি করে তার প্যান্টের পেছনে কোমরে রক্ষিত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। গ্রেফতার অপর ব্যক্তি মোহাম্মদ সাকিবকে তল্লাশি করে তার প্যান্টের সামনের ডান পকেট থেকে এক রাউন্ড পিস্তলের গুলি লোড অবস্থায় একটি পিস্তলের ম্যাগাজিন উদ্ধার করা হয়।

গ্রেফতারের পর তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও গুলির কোন বৈধ লাইসেন্স নাই। প্রাথমিক অনুসন্ধানে উক্ত আসামিরা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত বলে তথ্য পাওয়া গেছে। অস্ত্র এবং  গুলি উদ্ধারের ঘটনায় এসআই সাইফুল আলম বাদী হয়ে রাউজান থানার মামলা করেন।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

রাঙ্গামাটিতে নবাগত পুলিশ সুপারের বিশেষ কল্যাণ সভা: পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিংয়ের নির্দেশ