ঢাকা | বঙ্গাব্দ

এক পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যার অভিযোগ

  • আপলোড তারিখঃ 03-07-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 278520 জন
এক পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যার অভিযোগ ছবির ক্যাপশন: ১

মোঃতাইজুল ইসলাম://

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার কড়ইবাড়ি গ্রামে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরও একজনকে উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৯টার দিকে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন ওই গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী রোকসানা আক্তার রুবি (৫৫), তার ছেলে রাসেল মিয়া (২৮) ও মেয়ে জোনাকি আক্তার (২২)।

পুলিশ সুপার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় নিহতদের পরিবারের আরও একজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। 

স্থানীয় অনেকে বলছেন নিহতরা মাদক কারবারের সঙ্গে যুক্ত ছিল। এ প্রসঙ্গে জানতে চাইলে পুলিশ সুপার বলেন, কেউ যদি কোনো অপরাধে জড়িত থাকে তাহলে আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করতে হবে। তবে কোনোভাবেই কাউকে আঘাত করা যাবে না। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন