ঢাকা | বঙ্গাব্দ

রাজধানীর মোহাম্মদপুরে পৃথক ২ খুন, আটক ২

  • আপলোড তারিখঃ 17-07-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 251797 জন
রাজধানীর মোহাম্মদপুরে পৃথক ২ খুন, আটক ২ ছবির ক্যাপশন: ১

মোঃমনিরহোসেন ://

রাজধানীর মোহাম্মমদপুরের আদাবরে নবোদয় হাউজিংয়ে মো. ইব্রাহিম (৩২) নামে গাড়ি চালকের বুকে গুলি করে হত্যা করা হয়েছে।

গতকাল বুধবার রাতে নবোদয় হাউজিং এলাকায় ঘটনাটি ঘটে। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকান্ড হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। 

সত্যতা নিশ্চিত করে আদাবর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জানা গেছে, এ ঘটনায় অভিযুক্ত সজিব ও রুবেল নামে দুই ভাইকে আটক করেছে থান পুলিশ। তারা ডিম ব্যবসায়ী। আর নিহত যুবক ডিমের গাড়ি চালক ছিলেন।

অপর ঘটনায় একই দিন রাতে মোহাম্মদপুর থানা এলাকায় আল-আমিন (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান বলেন, ‘পুর্ব শত্রুতার জের ধরে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’ 

তিনি বলেন, ‘নিহত আল-আমিন তেমন কিছু করতেন না বলে জানা যায়। বিষয়টি তদন্তাধীন রয়েছে।’ 

হত্যাকারীদের সনাক্ত করে গ্রেপ্তারের জন্য একটি টিম কাজ করছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। 

উল্লেখ্য, নিহত আল-আমিনের গ্রামের বাড়ি ভোলা জেলায়। তিনি চান মিয়া হাউজিং এই থাকতেন। 

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) জানান, নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন