ঢাকা | বঙ্গাব্দ

হেফাজতে মৃত্যু মানেই আত্মহত্যা? চকরিয়া থানার ঘটনায় জবাব খুঁজছে জনতা!

  • আপলোড তারিখঃ 22-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 174454 জন
হেফাজতে মৃত্যু মানেই আত্মহত্যা? চকরিয়া থানার ঘটনায় জবাব খুঁজছে জনতা! ছবির ক্যাপশন: ১



মোহাম্মদ জুবাইর রাফি // কক্সবাজার প্রতিনিধি। 


কক্সবাজারের চকরিয়া থানার হাজতের একটি কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন দুর্জয় চৌধুরী (২৬) নামের এক যুবক। তিনি চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।


শুক্র বার সকাল ১০টার দিকে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও রূপায়ন দেব হাজত কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।


দুর্জয় চৌধুরী চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভরামুহুরী হিন্দু পাড়ার বাসিন্দা এবং কমল চৌধুরীর ছেলে।


পুলিশ সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের অর্থ আত্মসাতের অভিযোগে বৃহস্পতি বার (২১ আগস্ট) রাতে চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া খানম একটি লিখিত অভিযোগ সহ দুর্জয়কে থানায় হস্তান্তর করেন। পরে তাকে থানার হাজতে রাখা হয়। ভোর রাতে হাজতের মধ্যেই নিজের পরনের শার্ট ব্যবহার করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।


ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. জসীম উদ্দিন।


এ ঘটনায় থানার নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। পুলিশি গাফিলতি ছিল কি না, তা তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।. 




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

রাঙ্গামাটিতে নবাগত পুলিশ সুপারের বিশেষ কল্যাণ সভা: পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিংয়ের নির্দেশ