বিশ্বজুড়ে তরুণ-তরুণীদের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম স্ন্যাপচ্যাট ব্যবহারকারীর দিক থেকে বড় মাইলফলকের দিকে এগিয়ে যাচ্ছে। স্ন্যাপ ইনকরপোরেটেডের সাম্প্রতিক এক প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) তাদের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা পৌঁছেছে ৯০০ মিলিয়ন বা ৯০ কোটিতে। এই গতি অব্যাহত থাকলে প্রতিষ্ঠানটি খুব দ্রুতই ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়বে।
স্ন্যাপচ্যাটের দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা এখন ৪৬ কোটি। যা আগের বছরের তুলনায় প্রায় ৪ কোটি বেশি। তরুণ প্রজন্মের মধ্যে জনপ্রিয় এ অ্যাপে ছবি ও ভিডিও শেয়ারের পাশাপাশি রয়েছে এআর ফিল্টার, স্টোরিজ, স্পটলাইট এবং মেসেজিং–এর মতো আকর্ষণীয় ফিচার। ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী এসব ফিচারে নিয়মিত পরিবর্তন ও নতুনত্ব আনায় অ্যাপটি ব্যবহারকারীদের কাছে ক্রমেই আরও প্রাসঙ্গিক হয়ে উঠছে।
প্রতিবেদনে আরও জানানো হয়, কেবল ব্যবহারকারী নয়, আয় ও বিজ্ঞাপন দিকেও বড় অগ্রগতি অর্জন করেছে স্ন্যাপ। বিজ্ঞাপন থেকে আসা আয়ে উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে, এবং বিজ্ঞাপনদাতার সংখ্যা বেড়েছে ৬০ শতাংশ। বিশেষ করে ভিডিও কনটেন্ট ঘিরে ব্যবহারকারীদের আগ্রহ বেড়েছে। উত্তর আমেরিকায় স্ন্যাপ স্টারদের পোস্ট প্রকাশের হার বেড়েছে ১২৫ শতাংশ। যা বিজ্ঞাপনদাতাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।