ঢাকা | বঙ্গাব্দ

পার্বত্য জেলা বান্দরবানে সব অবৈধ ইট ভাটা বন্ধ ঘোষণা

  • আপলোড তারিখঃ 26-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 217114 জন
পার্বত্য জেলা বান্দরবানে সব অবৈধ ইট ভাটা বন্ধ ঘোষণা ছবির ক্যাপশন: ১


আফজাল হোসেন জয়,

বান্দরবান প্রতিনিধি://

পার্বত্য জেলা বান্দরবানের সব ধরনের অবৈধ ইট ভাটার কার্যক্রম বন্ধ ঘোষণা করে গণ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। একই সঙ্গে কাঠ ও বনজ দ্রব্য ব্যবহারকারী ইট ভাটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়ে গণ বিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন।


গত রোববার (২৪ আগস্ট) জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক শামীম আরা রিনি স্বাক্ষরিত এ গণ বিজ্ঞপ্তি জারি করা হয়।


গণ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, 'ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ আইন ২০১৩ইং) (সংশোধিত ২০১৯ইং)' অনুযায়ী অবৈধ ইট ভাটার কার্যক্রম বন্ধ সহ কাঠ / বনজ দ্রব্য ব্যবহারকারী ইট ভাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ২৪ জুলাই ২০২৫ তারিখের স্মারক অনুসারে নির্দেশনা প্রদান করা হয়েছে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বায়ু দূষণ নিয়ন্ত্রণ ও পার্বত্য অঞ্চলের জীব বৈচিত্র্য রক্ষার্থে বান্দরবান জেলায় অবৈধ ও অননুমোদিত সব ইট ভাটা বন্ধ রাখতে হবে। অন্যথায় আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন