ঢাকা | বঙ্গাব্দ

কাউখালী উপজেলা বিএনপির সাথে মতবিনিময় সভায় দীপেন দেওয়ান

  • আপলোড তারিখঃ 18-11-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 14804 জন
কাউখালী উপজেলা বিএনপির সাথে মতবিনিময় সভায় দীপেন দেওয়ান ছবির ক্যাপশন: ১


মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি জেলা প্রতিনিধি:-

২৯৯ নং রাঙামাটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ–ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ানের সঙ্গে কাউখালী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) রাতে রাঙামাটি শহরের মন্ত্রীপাড়ায় তাঁর বাসভবন প্রাঙ্গণে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব।

প্রধান অতিথি ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

সভায় আরও উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহনেতা সাইফুল ইসলাম পনির, সাইফুল ইসলাম ভূট্রো, মঈউদ্দিন আহমেদ, জিয়া পরিষদের সভাপতি মানস মুকুর চাকমা, শ্রমিক দলের সভাপতি মমতাজ আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সবুরসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ ছাড়া কাউখালী উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সাজাই মং মারমা, সহসভাপতি অর্জুন মনি চাকমা, পাইচি মং মারমা, আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক ছগির আহাম্মদ, সাংগঠনিক সম্পাদক আবু বকর তাজা মিয়া, মহিলা দলের সভাপতি ফেরদৌসি বেগম, সাধারণ সম্পাদক বর্ণা চাকমা, উপজেলা যুবদলের সভাপতি মোমিনুল করিম, ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসান, জাসাস সভাপতি কামাল হোসেন, শ্রমিক দলের সভাপতি সেকান্দার হোসেন, তাতী দলের সভাপতি আলী হায়দার, ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা রবিউল ইসলামসহ বিপুল সংখ্যক নেতাকর্মী সভায় অংশ নেন।

কাউখালী হলো রাঙামাটির প্রবেশদ্বার, কিন্তু উন্নয়ন হয়নি”—দীপেন দেওয়ান

মতবিনিময় সভায় অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন,

কাউখালী উপজেলা হলো রাঙামাটির প্রবেশদ্বার। কিন্তু এই গুরুত্বপূর্ণ উপজেলার উন্নয়ন কাঙ্ক্ষিতভাবে হয়নি। যা হয়েছে তাও নির্দিষ্ট কিছু ব্যক্তি ও কিছু এলাকার মধ্যে সীমাবদ্ধ ছিল।তিনি অভিযোগ করে বলেন, বিগত সময়ে কাউখালীর বিএনপি নেতাকর্মীরা বাড়িতে থাকতে পারেননি, হয়রানি–মামলা–জুলুম ছিল নিত্যদিনের সঙ্গী। সাধারণ মানুষও আতঙ্কের মধ্যে জীবনযাপন করতেন।তিনি বলেন,এখন মানুষ নিজের অনুভূতি প্রকাশ করতে পারছে। কোন অজানা ভয়ের মধ্যে নেই। আমি নির্বাচিত হলে বৈষম্য দূর করে মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে উৎসর্গ করবো।

দীপেন দেওয়ান আরও বলেন,ফ্যাসিস্ট সরকারের সময়ে লুটপাট–দুর্নীতির কারণে সাধারণ মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি—সব ধরনের বৈষম্য দূর করে কাউখালীর সুষম উন্নয়ন নিশ্চিত করব।ধানের শীষের পক্ষে গণজোয়ার—কাউখালী বিএনপি সভায় কাউখালী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা দাবি করেন—উপজেলার সর্বত্র ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।

তাদের বক্তব্য—পরিবর্তনের নেতৃত্ব দিতে সবচেয়ে সক্ষম প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। কাউখালী উপজেলা বিএনপি ও সব অঙ্গ সংগঠন ঐক্যবদ্ধভাবে কাজ করবে—আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতেই।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

রাঙ্গামাটিতে নবাগত পুলিশ সুপারের বিশেষ কল্যাণ সভা: পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিংয়ের নির্দেশ