মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটির জেলা প্রতিনিধি:-
রাঙ্গামাটি পার্বত্য জেলার কাউখালীতে ইউপিডিএফ (প্রসীত গ্রুপ) এর এক সংগ্রাহকের (কালেক্টর) আস্তানায় যৌথ অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদ তৈরির সরঞ্জাম এবং সংগঠনের নামে চাঁদা আদায়ের রশিদ বই উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টায় উপজেলার কচুখালী নীচপাড়া এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইউপিডিএফ প্রসীত গ্রুপের কালেক্টর সুইউ মারমা (৪০)-এর বাড়িতে হানা দেয়। তবে যৌত বাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত সুইউ মারমা বাড়ি ফেলে দ্রুত পালিয়ে যায়।
তল্লাশি চালিয়ে তার ঘর থেকে বিপুল পরিমাণ অবৈধ মদ তৈরির সরঞ্জাম এবং বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের নিকট থেকে চাঁদা সংগ্রহের কাজে ব্যবহৃত রশিদ বই জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, পলাতক সুইউ মারমা দীর্ঘ দিন ধরে কচুখালী, নীচপাড়া ও সদর এলাকার আশেপাশে বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান, ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিকট থেকে ইউপিডিএফ-এর নামে নিয়মিত চাঁদা তুলে আসছিলেন। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
কাউখালী থানার এসআই মহিন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত মালামাল পুলিশ হেফাজতে রয়েছে। এই ঘটনায় পলাতক সুইউ মারমার বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।