ঢাকা | বঙ্গাব্দ

রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইকারির ছুরিকাঘাতে আশিষ জোয়াদ্দার (৩২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু

  • আপলোড তারিখঃ 21-12-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 18511 জন
রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইকারির  ছুরিকাঘাতে আশিষ জোয়াদ্দার (৩২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু ছবির ক্যাপশন: নিহত আশিষ জোয়াদ্দার

 

নিজস্ব প্রতিবেদক ://

শনিবার (২০ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


নিহত আশিষ জোয়াদ্দার মাগুরা সদর উপজেলার পাতুরিয়া গ্রামের অমল জোয়াদ্দারের ছেলে।


স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি পেশায় কাপড়ের ব্যবসায়ী ছিলেন,

 আহত অবস্থায় আশিষ জোয়াদ্দারকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আল আমিন জানান, শনিবার রাত একটার দিকে যাত্রাবাড়ী ফ্লাইওভারের নিচের একটি আড়তের পাশ দিয়ে যাচ্ছিলেন ওই ব্যবসায়ী। এ সময় ২-৩ জন ছিনতাইকার  তার পথরোধ করে দাঁড়ায় এবং ছুরি দিয়ে আঘাত করে। আশিষ জোয়াদ্দারের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


যাত্রাবাড়ি থানার ওসি অপারেশন মো. খালেদ হাসান  বলেন, রাতে সংবাদ পেয়ে আশিষ জোয়ারদারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তিনি মারা যায়। 




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন