মোঃ কামরুল ইসলাম , রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:-
পাহাড়, হ্রদ আর মেঘের মিতালির জেলা রাঙ্গামাটিকে আরও পর্যটন-বান্ধব ও যানজটমুক্ত করতে এক অনন্য ডিজিটাল উদ্যোগ গ্রহণ করেছে জেলা পুলিশ। এখন থেকে রাঙ্গামাটি শহরে ট্যুরিস্ট বাস প্রবেশের ক্ষেত্রে পালন করতে হবে নতুন নিয়ম। যত্রতত্র পার্কিং ও যানজট নিরসনে চালু করা হয়েছে অনলাইন ডিজিটাল নিবন্ধন পদ্ধতি।
রাঙ্গামাটির পুলিশ সুপার জনাব মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় ও বিশেষ উদ্যোগে এই আধুনিক ব্যবস্থাপনা চালু করা হয়েছে। এর মাধ্যমে পর্যটন নগরীর ট্রাফিক ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতায় এক বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।
দীর্ঘদিন ধরে পর্যটন মৌসুমে অপরিকল্পিতভাবে ট্যুরিস্ট বাস প্রবেশ এবং যত্রতত্র পার্কিংয়ের ফলে শহরের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছিল। সৃষ্টি হতো তীব্র যানজট, যা পর্যটকদের ভ্রমণ অভিজ্ঞতাকে তিক্ত করে তুলত। এই সমস্যা সমাধানে এবং পরিবেশ রক্ষায় ট্যুরিস্ট বাসগুলোকে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রক্রিয়ার আওতায় আনতেই এই ডিজিটাল নিবন্ধন ব্যবস্থা।পর্যটকবাহী বাসগুলো রাঙ্গামাটি শহরে প্রবেশের পূর্বেই অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে পারবে।
ওয়েবসাইট, বাস কর্তৃপক্ষকে www.obtbd.com ওয়েবসাইটে গিয়ে তথ্য প্রদান করতে হবে।
নিশ্চিতকরণ, নিবন্ধনের পর আবেদনকারীর মোবাইলে এসএমএস এবং ওয়েবসাইটের মাধ্যমে অনুমোদনের তথ্য জানানো হবে।
নির্দেশনা, অনুমোদনের পাশাপাশি বাসটি কোন টার্মিনালে বা পার্কিং প্লেসে অবস্থান করবে, তার সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করা হবে।
বাস মালিক ও চালকদের জন্য বাধ্যতামূলক নির্দেশনা
শহরের শৃঙ্খলা ও পরিবেশ রক্ষায় জেলা পুলিশের পক্ষ থেকে কিছু কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে,
দক্ষ চালক, বাসের চালককে অবশ্যই দক্ষ, অভিজ্ঞ ও পেশাদার হতে হবে।
নির্ধারিত পার্কিং: যাত্রী নামানোর পর বাসটি অবশ্যই নির্ধারিত টার্মিনাল বা পার্কিং প্লেসে নিয়ে যেতে হবে। রাস্তায় কোনোভাবেই অবৈধ পার্কিং করা যাবে না।
পরিচ্ছন্নতা রক্ষা: সড়ক বা হ্রদের পানিতে কোনো প্রকার ময়লা-আবর্জনা বা প্লাস্টিক ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ।এ প্রসঙ্গে পুলিশ সুপার জনাব মুহাম্মদ আব্দুর রকিব বলেন, এই ডিজিটাল উদ্যোগ কেবল ট্রাফিক ব্যবস্থাকেই সুশৃঙ্খল করবে না, বরং রাঙ্গামাটিকে একটি আধুনিক ও পরিবেশবান্ধব পর্যটন কেন্দ্র হিসেবে বিশ্বদরবারে উপস্থাপন করবে। এতে পর্যটকদের ভ্রমণ আরও স্বস্তিদায়ক হবে এবং জেলার ভাবমূর্তি উজ্জ্বল হবে।জেলা পুলিশ মনে করে, এই প্রযুক্তিনির্ভর ব্যবস্থার মাধ্যমে রাঙ্গামাটির পর্যটন খাতে শৃঙ্খলা ও আধুনিকতার এক নতুন দৃষ্টান্ত স্থাপিত হবে। তবে এই উদ্যোগের শতভাগ সফলতা নির্ভর করছে পর্যটক, পরিবহন মালিক, চালক এবং স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতার ওপর।সকলের সম্মিলিত অংশগ্রহণে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও পর্যটন-বান্ধব রাঙ্গামাটি গড়ার লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে জেলা পুলিশ।