ঢাকা | বঙ্গাব্দ

বন্যা কবলিত মানুষের পাশে দাওয়াতে ইসলামীর FGRF মানবিক টিম

  • আপলোড তারিখঃ 25-08-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 593372 জন
বন্যা কবলিত মানুষের পাশে দাওয়াতে ইসলামীর FGRF মানবিক টিম ছবির ক্যাপশন: FGRF- এর কার্যক্রমের সময় তোলা

বিশ্বব্যাপী অরাজনৈতিক তরিকত্ব পন্থী দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামী বাংলাদেশের উদ্যেগে দেশের বিভিন্ন জেলায় চলমান বন্যা কবলিত এলাকার বর্ন্যাদের মাঝে FGRF (মানব কল্যান বিভাগ)-এর বিভাগের মাধ্যমে ত্রাণ সাম্রগী বিতরণ ও উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিতকায় দেশের সকল জেলার অত্র সংগঠনের মাঠ পর্যায়ের কর্মী ও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে ত্রাণ সামগ্রী ও দান-অনুদান সংগ্রহ করছে। অত্র সংগঠনের পরিচালনা পরর্ষদের জিম্মাদারগণ জানান যে, যতদিন পর্যন্ত বন্যা কবলিত অসহায় ও দরিদ্র মানুষ স্বাভাবিক পর্যায়ে না আসবে তত দিন পর্যন্ত উক্ত সংগঠনের মানব কল্যাণ বিভাগ অর্থাৎ FGRF-এর কার্যক্রম চলমান থাকবে। এছাড়াও বন্যায় মৃত মুসলমানদের কাফন-দাফন কার্যক্রমে নিয়োজিত দাওয়াতে ইসলামীর FGRF টিম ( যোগাযোগ+880 9612261109)।

পরিশেষে তারা দেশ বাসীর কাছে তাদের এই কার্যক্রমকে আরো বেশি বেগবান করতে দাওয়াতে ইসলামী বাংলাদেশের অফিসিয়াল মোবাইল ব্যাংকিং, ব্যাংক একাউন্ট অথবা যারা উক্ত কাজে সংশ্লিষ্ট রয়েছে তাদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন।

যারা FGRF-এর মাধ্যমে দেশে ও বিদেশ থেকে বন্যা কবলিত মানুষে সহযোগীতা করতে চান

বিকাশ নাম্বার: 01842-122672 (Personal) নগদ: 01962-007885 (Personal) (টাকা পাঠানোর পর ফোন করে নিশ্চিত হওয়ার অনুরোধ রইল।)




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

রাঙ্গামাটিতে নবাগত পুলিশ সুপারের বিশেষ কল্যাণ সভা: পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিংয়ের নির্দেশ