ঢাকা | বঙ্গাব্দ

রোহিঙ্গা সংকট প্রত্যাবাসনই কার্যকর সমাধান।

  • আপলোড তারিখঃ 25-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 611002 জন
রোহিঙ্গা সংকট প্রত্যাবাসনই কার্যকর সমাধান। ছবির ক্যাপশন: ১



মোঃ হারুন// মিয়ানমার বাহিনী  নির্যাতনে বিভিন্ন সময় বাস্তুচ্যুত হয়ে পালিয়ে আসা প্রায় ১২ লাখ রোহিঙ্গা এখন বাংলাদেশের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এদের কারণে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদের একটা অংশ গুরুতর অপরাধে জড়িয়ে বাংলাদেশের জন্য বিড়ম্বনা সৃষ্টি করেছে। কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলোতে প্রায় প্রতিদিনই ঘটছে কোনো না কোনো অপরাধ কর্মকাণ্ড। আধিপত্য বিস্তার, মাদক চোরাচালান, অস্ত্র ব্যবসা,খুন ধর্ষণ, চুরি ডাকাতি নৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে। গত সোমবার ও উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্রাসীদের গুলিতে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। দিন দিন রোহিঙ্গাদের অপরাধের তালিকা দীর্ঘ হচ্ছে। এদের দৌরাত্ম্যে স্থানীয়রাই কোনঠাসা হতে বসেছে। আইন প্রয়োগকারীদের পক্ষে ও দুর্বৃত্তদের অপতৎপরতা দমন কষ্টসাধ্য হচ্ছে। সংশ্লিষ্ট মহলের পর্যবেক্ষণ রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের আরএসও সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছে। রোহিঙ্গারা গ্রেপ্তার হলেও আইনের ফাঁক গলে বেরিয়ে পড়ায় অপরাধ দমন কঠিন হয়ে পড়ছে। অপরাধীরা যেন সহজেই ছাড়া না পায় এবং নির্ধারিত সীমানা অতিক্রম করতে না পারে সে ব্যাপারে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে। রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য বিরাট বোঝা। যা শুধু মানবিক নয়, রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রেও গভীর প্রভাব ফেলছে ৷ এ থেকে মুক্তির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ ও সহায়ক ভূমিকা প্রয়োজন। মিয়ানমার সরকারকে চাপ দিতে হবে। অন্তর্বতী সরকারকে এ পথেই এগোতে হবে। সম্প্রতি জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে গিয়ে সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনুস সুচিন্তিত তিনটি প্রস্তাব পেশ করেছিলেন। প্রকৃতপক্ষে এ সংকটের স্থায়ী সমাধান হচ্ছে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ প্রত্যাবাসন। সরকারকে সে বিষয়ে অগ্রাধিকার দিতে হবে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন