ঢাকা | বঙ্গাব্দ

বিমানবন্দরে ছিনতাইয়ের সময় গ্রেফতার ৩

  • আপলোড তারিখঃ 26-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 565710 জন
বিমানবন্দরে ছিনতাইয়ের সময় গ্রেফতার ৩ ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগত যাত্রীদের মালামাল ছিনতাইয়ের সময় তিনজনকে গ্রেফতার করেছে বিমানবন্দর থানা পুলিশ।

তারা হলেন মো. নূর আলম (২৮), মো. রাজু আহমেদ ওরফে জাহিদ (৩১) ও অন্তর মিয়া (২১)।

শুক্রবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করে তিন ছিনতাইকারী বিমানবন্দর গোলচত্বর এলাকায় আগত যাত্রীদের মালামাল ছিনতাইয়ের চেষ্টা করে। থানা পুলিশ এ তথ্য পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পরে বিমানবন্দরের ভ্রাম্যমাণ নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করলে তিনি প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

রাঙ্গামাটিতে নবাগত পুলিশ সুপারের বিশেষ কল্যাণ সভা: পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিংয়ের নির্দেশ