ঢাকা | বঙ্গাব্দ

নবীনগরে জেলের জালে ধরা পড়লো ২৫ কেজি ওজনের বোয়াল

  • আপলোড তারিখঃ 28-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 308324 জন
নবীনগরে জেলের জালে ধরা পড়লো ২৫ কেজি ওজনের বোয়াল ছবির ক্যাপশন: ১

সংগৃহীতখবর ://ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জেলের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি বোয়াল মাছ। আজ সোমবার দুপুরে উপজেলার মনতলা সীতারামপুর সেতুর নিচে তিতাস নদী থেকে এই বৃহদাকারের মাছটি ধরেন জেলে সুধীর বর্মনের নৌকার জেলেরা।

জানা যায়, উপজেলার নবীনগর পৌরসভার গোপীনাথপুর গ্রামের জেলে সুধীর বর্মনসহ অন্য জেলেরা প্রতিদিনের মতো আজও তিতাস নদীতে মাছ ধরতে যান। ডিঙি নৌকায় জাল দিয়ে তারা তিতাস নদীতে মাছ ধরেন। দুপুর সাড়ে ১২টার দিকে তাদের জালে ২৫ কেজি ওজনের বোয়াল মাছটি ধরা পড়ে। পরে জেলেরা মাছটি নবীনগর বাজারে কুয়েতপ্রবাসী জালাল উদ্দিনের কাছে ৭৫০ টাকা কেজি দরে ১৮ হাজার ৭৫০ টাকা বিক্রি করেন।

নৌকার মালিক সুধীর বর্মন জানান, দুপুরে তিতাস নদীতে তাদের জালে ২৫ কেজি ওজনের বোয়াল মাছটি ধরা পরে। পরে মাছটি বাজারে নিয়ে আসেন।

নৌকার অন্য জেলে বীরেন্দ্র বর্মন বলেন, ‘আমাদের জালে ধরা পড়া মাছটির ওজন প্রায় ২৫ কেজি। ৭৫০ টাকা কেজি দরে এটি বিক্রি করেছি।  তিতাস নদীতে এত বড় মাছ সচরাচর কম ধরা পড়ে। সৌভাগ্যক্রমে এই মাছটি জালে লেগেছে।’ এত বড় মাছ ধরা পড়াতে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।





কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

রাঙ্গামাটিতে নবাগত পুলিশ সুপারের বিশেষ কল্যাণ সভা: পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিংয়ের নির্দেশ