ঢাকা | বঙ্গাব্দ

আন্তর্জাতিক ক্রিকেটকে পুরোদমে বিদায় বলেননি

  • আপলোড তারিখঃ 01-07-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 278718 জন
আন্তর্জাতিক ক্রিকেটকে পুরোদমে বিদায় বলেননি ছবির ক্যাপশন: ১

অনলাইন

://আন্তর্জাতিক ক্রিকেটকে পুরোদমে বিদায় বলেননি, তবে ২০২১ সালের পর থেকেই দক্ষিণ আফ্রিকা জাতীয় দলে ব্রাত্য হয়ে আছেন সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি। ঠিকই ঝড় তুলছেন ক্রিকেটের ২২ গজে। যা তাকে ৪০ বছর বয়সেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ফেরিওয়ালায় পরিণত করেছে। সপ্তাহ দুয়েক পরই বয়সটা ৪১ হবে, তবু বুড়ো হাড়েও জোর কমেনি ডু প্লেসির। গত ১০ দিনে দু’টি সেঞ্চুরি করে তিনি বিশ্বরেকর্ড গড়েছেন।

আমেরিকার মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) টেক্সাস ‍সুপার কিংসকে নেতৃত্ব দিচ্ছেন ডু প্লেসি। পারফরম্যান্সেও দলকে সামনে থেকে টেনে চলেছেন সাবেক এই প্রোটিয়া অধিনায়ক। ডু প্লেসি এমএলসি’র চলতি আসরেই দ্বিতীয় ম্যাজিক ফিগার পূর্ণ করেছেন। যা ৪০ বছর বয়স পেরোনো কোনো ক্রিকেটারের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ সেঞ্চুরি। ডু প্লেসি ছাড়া ৪০ বছর কিংবা এর বেশি বয়সী কোনো ক্রিকেটারের টি-টোয়েন্টিতে একটির বেশি সেঞ্চুরির কীর্তি নেই।

গত বছরের ১৩ জুলাই বয়স ৪০ পূর্ণ হয় এই প্রোটিয়া তারকার। ওই সময়ে এমএলসিতে তার সেঞ্চুরি ছিল একটি। গত ২০ জুন সান ফ্রান্সিসকোর বিপক্ষে ১০০ রান করার সময় ডু প্লেসির বয়স ছিল ৪০ বছর ৩৪২ দিন। এরপর গত রোববার এমআই নিউইয়র্কের বিপক্ষে ১০৩ রান করার সময় তার বয়স ৪০ বছর ৩৫১ দিনে দাঁড়ায়। নয় দিনের ব্যবধানে দ্বিতীয় ম্যাজিক ফিগার তাকে বিশ্বরেকর্ডের পাতায় তুলে দিয়েছে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন