ঢাকা | বঙ্গাব্দ

যাত্রাবাড়ীতে এমপি পদপ্রার্থী নবীউল্লাহ নবীর নেতৃত্বে ডেংগু প্রতিরোধ লিফলেটে বিতরণ করেন.....।

  • আপলোড তারিখঃ 23-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 569023 জন
যাত্রাবাড়ীতে এমপি পদপ্রার্থী নবীউল্লাহ নবীর নেতৃত্বে ডেংগু প্রতিরোধ লিফলেটে বিতরণ করেন.....। ছবির ক্যাপশন: ১



রিপোর্ট :মনির হোসেন, শরিফুল হক,    যাত্রাবাড়ীতে এমপি পদপ্রার্থী নবীউল্লাহ নবীর নেতৃত্বে ডেংগু প্রতিরোধ লিফলেটে বিতরণ করেন.....।      দক্ষিণ সায়দাবাদ ৪৮নং ওয়ার্ড বিএনপি আয়োজিত বুধবার ২৩শে অক্টোবর ডেংগু প্রতিরোধে সচেতন করার লক্ষ্য ঢাকা -৫আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব নবীউ্ল্লাহ নবীর নেতৃত্বে লিফলেট বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন জাহাংগির আলম,বিল্লাল হোসেন ও যুগ্ন আহবায়ক রবিউল হক রবি,আনোয়ার হোসেন ভুট্টো সহ আরও অনেকে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

রাঙ্গামাটিতে নবাগত পুলিশ সুপারের বিশেষ কল্যাণ সভা: পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিংয়ের নির্দেশ