ঢাকা | বঙ্গাব্দ

নায়িকা মাধুরী দীক্ষত আগামী ১ নভেম্বর মুক্তি পাবে আনিস বাজমির ‘ভুল ভুলাইয়া ৩।

  • আপলোড তারিখঃ 29-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 607237 জন
নায়িকা মাধুরী দীক্ষত আগামী ১ নভেম্বর মুক্তি পাবে আনিস বাজমির ‘ভুল ভুলাইয়া ৩। ছবির ক্যাপশন: ১

এবার দেওয়ালি উপলক্ষে ১ নভেম্বর মুক্তি পাবে আনিস বাজমির ‘ভুল ভুলাইয়া ৩’ ও রোহিত শেঠির ‘সিংহাম এগেইন’। মুক্তির আগে থেকেই এ দুই সিনেমার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের বিষয়টা ভারতের বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে।

ভুল ভুলাইয়া’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিকুয়েলে ‘মঞ্জুলিকা’রূপে আসছেন মাধুরী দীক্ষিত। এদিকে ‘ভুল ভুলাইয়া ৩’ মুক্তির পাশাপাশি ‘সিংহাম এগেইন’এরও মুক্তি হতে চলেছে। এ দুই সিনেমার লড়াই নিয়ে এ নায়িকার ভাবনাটা কী আসলে?

এ প্রসঙ্গে ভারতের গণমাধ্যমে মাধুরী দীক্ষিত বলেছেন, ‘এটা অনুমান করা খুব কঠিন যে কোন ছবি ভালো করবে বা কোন ছবি ভালো করবে না। আমরা সবাই কঠোর পরিশ্রম করেছি। আমরা এক বিনোদননির্ভর ছবি বানানোর চেষ্টা করেছি। আমরা এইটুকু বলতে পারি, আমরা খুব ভালো এক প্রকল্প বানিয়েছি। এখন আমাদের একটাই প্রত্যাশা, দর্শক যেন এই সিনেমাটি পছন্দ করেন।বলিউড নায়িকা যোগ করেন, ‘এসব কিছু নির্ভর করছে দর্শকের ওপর। কোন ছবি পছন্দ, তা তারাই বেছে নেবেন। কোন ছবি দেখবেন, এ ব্যাপারে তারাই সিদ্ধান্ত নেবেন।’

প্রসঙ্গত, ‘ভুলভুলাইয়া ৩’ সিনেমায় এবার জোড়া ‘মঞ্জুলিকা’কে পর্দায় আনছেন পরিচালক আনিস বাজমি। বিদ্যা বালান ও মাধুরী দীক্ষিত, এ দুই নায়িকা এই ফ্র্যাঞ্চাইজিতে ‘মঞ্জুলিকা’ হতে চলেছেন।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন