ঢাকা | বঙ্গাব্দ

সপ্তাহের ব্যবধানে আরও অস্থির হয়ে উঠেছে সবজির বাজার।

  • আপলোড তারিখঃ 19-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 360414 জন
সপ্তাহের ব্যবধানে আরও অস্থির হয়ে উঠেছে সবজির বাজার। ছবির ক্যাপশন: ১

সংগৃহীতখবর

://সপ্তাহের ব্যবধানে আরও অস্থির হয়ে উঠেছে সবজির বাজার। গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে রাজশাহীর বাজারে কেজি প্রতি দাম ২০-৩০ টাকা বেড়েছে। এছাড়া বেড়েছে পেঁয়াজের দাম। সামনে দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

শনিবার (১৯ এপ্রিল) রাজশাহীর বেশ কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা যায়। বাজারের এই অস্থির পরিস্থিতিতে অস্বস্তিতে পড়ছেন ক্রেতারা।বিক্রেতারা বলছেন, ঈদের পর এখনও পুরোপুরি সচল হয়নি সরবরাহ। এতে শাক-সবজি কম আসায় দাম বাড়ছে।

রাজশাহী বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বাজারে প্রতি কেজি করলা ৭০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে করলা বিক্রি হয়েছে ৫০-৬০ টাকায়। বেগুন বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়, যা গত সপ্তাহে বিক্রি হয় ৪০-৫০ টাকা। বরবটি ১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮০ টাকা, লতি ১০ টাকা বেড়ে ৬০ টাকা, ঢ্যাঁড়স ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫০ টাকা ও টমেটো ১০ টাকা বেড়ে ৩০ টাকায় বিক্রি হচ্ছে।প্রতি কেজি পেঁপে ২০ টাকা বেড়ে ৫০ টাকায়, গাজর ১০ টাকা বেড়ে ৪০ টাকায়, শসা ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫০ টাকায়, পটোল ১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪০ টাকা, শিম ২৫-৩০ টাকা, সজনে ডাটা ২০ টাকা বেড়ে ১০০-১২০ টাকা ও ধনেপাতা ১০ টাকা বেড়ে ৩০-৪০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বাজারে প্রতি পিস চালকুমড়া ৫০ টাকা ও লাউ ৩০ টাকা বেড়ে ৬০-৭০ টাকায় বিক্রি হচ্ছে।দাম বেড়েছে কাঁচা মরিচেরও। খুচরা পর্যায়ে প্রতিকেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৮০ টাকায়। পাইকারি পর্যায়ে যা কেনাবেচা হচ্ছে ৬০-৭০ টাকায়।

রাজশাহীর সাহেব বাজারের সবজি বিক্রেতা নাজির আলী বলেন, সরবরাহ কমায় দাম বেড়েছে সবজির। সপ্তাহের ব্যবধানে কোনো কোনো সবজিতে ৫-১০ টাকা পর্যন্তও বেড়েছে। সরবরাহ বাড়লে দাম কমে আসবে।

ক্রেতারা বলছেন, রমজানে সবজির দাম কম থাকলেও, ঈদের পর থেকেই শাক-সবজির বাজার চড়া। দাম কমাতে বাজার মনিটরিং অব্যাহত রাখতে হবে। না হলে ফের অস্থির হয়ে উঠবে নিত্যপণ্যের বাজার।তবে রমজানজুড়ে ভোগানো লেবুর ডজন নেমে এসেছে ২০-৩০ টাকায়। বিক্রেতারা বলছেন, রমজানে যেখানে লেবুর হালি বিক্রি হয়েছে ৬০-৮০ টাকায়, সেখানে এখন দাম কমে ডজনই বিক্রি হচ্ছে ৩০ টাকায়।

লেবু বিক্রেতা মনোয়ার হোসেন বলেন, বাজারে নতুন লেবু আসছে। এতে দাম কমছে। মান ও আকার ভেদে প্রতিপিস লেবু বিক্রি হচ্ছে ১-৪ টাকায়। বৃষ্টি বাড়লে লেবুর উৎপাদন বাড়বে। তখন দাম আরও কমবে।

এদিকে পহেলা বৈশাখ থেকে চড়া হয়েছে পেঁয়াজের বাজার। গত সপ্তাহে যেখানে প্রতিকেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৪০ থেকে ৪৫ টাকায়, সেখানে আজ বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। সামনে দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।পেঁয়াজ বিক্রেতা মো. সিয়াম বলেন, খুচরা পর্যায়ে প্রতি কেজি দেশি হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। হঠাৎ করেই বেড়ে গেছে দাম। কেন বেড়েছে বুঝতেছি না। সামনে দাম আরও বাড়তে পারে।

রাজশাহী মাস্টারপাড়া কাঁচাবাজার সমিতির সভাপতি ফাইজুল ইসলাম বলেন, গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে সবজি ও পেঁয়াজের দাম বেড়েছে। সরবরাহ কম থাকার কারণেই এটি বেড়েছে। দ্রুত সরবরাহ বাড়বে বলে আশা করছি। সরবরাহ বাড়লে এগুলো কমে যাবে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন