ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা ‘গুগল পে

  • আপলোড তারিখঃ 24-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 290326 জন
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা ‘গুগল পে ছবির ক্যাপশন: ১

অনলাইনখবর://

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা ‘গুগল পে’। গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহায়তায় এই সেবা চালু করেছে সিটি ব্যাংক। প্রথম ধাপে শুধু সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীরা তাদের কার্ড গুগল ওয়ালেটে যুক্ত করে গুগল পে ব্যবহার করতে পারবেন। পরে অন্য ব্যাংক যুক্ত হলে সে সুযোগ আরও প্রসারিত হবে।

কীভাবে কাজ করবে গুগল পে?

গুগল পে ব্যবহার করতে হলে আপনার স্মার্টফোনে গুগল পে অ্যাপ ইনস্টল থাকতে হবে। এরপর আপনাকে সহজ কিছু ধাপ অনুসরণ করতে হবে-
১. অ্যাপটি ওপেন করে আপনার গুগল অ্যাকাউন্টে লগ ইন করতে হবে।
২. এরপর আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা ডেবিট বা ক্রেডিট কার্ডের তথ্য সংযুক্ত করতে হবে।
৩. এরপর পিন বা বায়োমেট্রিক সুরক্ষা সেট করুন।
৪. সব ধাপ সম্পূর্ণ হলে এরপর টাকা পাঠাতে বা নিতে পারবেন কিউআর কোড স্ক্যান করে। ফোন নম্বর দিয়েও লেনদেন করা যাবে।

ঝামেলাহীন লেনদেন: টাকা পাঠাতে বা পেতে অর্থাৎ লেনদেন করতে ব্যাংকে যাওয়ার দরকার হবে না। এ ছাড়া খুচরা টাকা গুনেও সময় নষ্ট হয় না।

দ্রুত ট্রান্সফার: রিয়েল-টাইমে অর্থাৎ সাথে সাথেই মাত্র কয়েক সেকেন্ডেই টাকা লেনদেন করা যায়।

ইউটিলিটি বিল পেমেন্ট: খুব দ্রুত ও স্মার্টভাবে বিদ্যুৎ বিল, গ্যাস বিল, ইন্টারনেট, মোবাইল রিচার্জ করা যায় গুগল পের মাধ্যমে।

ব্যবসার জন্য সুবিধা: ছোট বা বড় দোকানদার খুব সহজেই কিউআর কোড সেটআপ করে ডিজিটাল পেমেন্ট নিতে পারবেন। এতে সময়ও বাঁচবে। হিসাবে ভুল হওয়ার সম্ভবনাও কম থাকবে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন