ঢাকা | বঙ্গাব্দ

রোয়াংছড়িতে ইজিবাইক চালক হত্যার প্রধান আসামি গ্রেফতার

  • আপলোড তারিখঃ 20-09-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 177352 জন
রোয়াংছড়িতে ইজিবাইক চালক হত্যার প্রধান আসামি গ্রেফতার ছবির ক্যাপশন: ১



বান্দরবান প্রতিনিধি।

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার আলেক্ষ্যং ইউনিয়নের নাথিং ঝিরি এলাকায় ইজিবাইক (টমটম) চালক অমন্ত সেন তঞ্চঙ্গ্যা হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রধান আসামি রাজন্ত তঞ্চঙ্গ্যাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।


শনিবার (২০সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে কনফারেন্স হলে পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে জানানো হয়  গত ১৪ সেপ্টেম্বর রাতে  অমন্ত সেন তঞ্চঙ্গ্যার হত্যা কান্ডের আসামী রাজন্ত তঞ্চঙ্গ্যাকে গ্রেফতার করেছে পুলিশ। 


গ্রেপতারকৃত রাজন্ত তঞ্চঙ্গ্যা (দানিয়েল ত্রিপুরার ছেলে) আলেক্ষ্যং ইউনিয়নের  নাটিং ঝিড়ি এলাকার  মৃত চন্দ্র কুমার তঞ্চঙ্গ্যার পালিত ছেলে। 


 পুলিশের পক্ষ থেকে  জানানো হয় গত ১৪সেপ্টেম্বর, প্রতিদিনের মতো সেদিন তিনি রাত পর্যন্ত ইজিবাইক চালিয়ে রাতে বাসায় ফেরেননি। পরদিন সকাল পর্যন্তও বাসায় না ফেরায় তার পরিবার রোয়াংছড়ি থানা পুলিশকে বিষয়টি জানায়। খোঁজাখুঁজির একনপর্যায়ে ১৫ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে স্থানীয়রা তার ব্যবহৃত কাপড়ের ব্যাগ, মোবাইল ফোন এবং রক্তমাখা দুইটি বাঁশের কঞ্চি ও একটি ভাঙা গাছের টুকরা ঘটনাস্থলে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।


১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় বান্দরবান সদর উপজেলার ক্যাচিংঘাট এলাকায় সাঙ্গু নদীতে ভাসমান অবস্থায় অমন্ত সেন তঞ্চঙ্গ্যার মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়।


পুলিশ জানায়, তদন্তে বেরিয়ে এসেছে টাকা লেনদেনের বিরোধের জেরে অমন্ত সেন তঞ্চঙ্গ্যাকে হত্যা করা হয়েছে। গ্রেফতারকৃত রাজন্ত তঞ্চঙ্গ্যা স্বীকার করেছে যে, সে অমন্ত সেনকে মুনাফা সহ ৩৫ হাজার টাকা ধার দিয়েছিল। টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে ১৪ সেপ্টেম্বর রাত ১১টার দিকে বাঁশ ঝাড়ের নিচে উভয়ের মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে হাতাহাতির সময় রাজন্ত তঞ্চঙ্গ্যা বাঁশ ও গাছের টুকরা দিয়ে অমন্ত সেনের মাথায় আঘাত করলে তিনি ঘটনা স্থলেই মারা যান। পরে তার লাশ টেনে নিয়ে পার্শ্ববর্তী তারাছা খালে ফেলে দেওয়া হয়।


এ ঘটনায় রোয়াংছড়ি থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। পুলিশ জানায়, দ্রুততম সময়ের মধ্যে মামলার তদন্ত শেষ করে চার্জশিট দাখিল করা হবে।


বান্দরবান পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল করিম জানান, “হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও আসামির সম্পৃক্ততা আমরা উদ্ঘাটন করতে পেরেছি। আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।”


রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। দ্রুত তদন্ত শেষ করে আদালতে চার্জশিট দেওয়া হবে।” এ ঘটনায় রোয়াংছড়ি থানায় হত্যা মামলা দায়ের হয়েছে এবং আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

অনলাইন নিউজ পোর্টাল নয়, দেশের বড় সংবাদপত্র ও বেসরকারি টেলিভিশনেরও নিজস্ব নিউজ পোর্টাল রয়েছে। তারা মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি করছে, লাইভ সম্প্রচার করছে, এমনকি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে সক্রিয়। এতে টেলিভিশন ও ডিজিটাল সাংবাদিকতা যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। প্রিন্ট মিডিয়ার সংকট গত এক দশকে ডিজিটাল মিডিয়ার প্রসারের ফলে ছাপা পত্রিকার প্রচারসংখ্যা ব্যাপকভাবে কমেছে। পাঠক টানতে ইংরেজি দৈনিকগুলোকেও এখন বাংলায় সংবাদ প্রকাশ করতে হচ্ছে। এমনকি অনেক জনপ্রিয় রেডিও বন্ধ হয়ে গেছে, যেমন ২০২২ সালের ৩১ ডিসেম্বর বিবিসি বাংলা তাদের ৮১ বছরের রেডিও সম্প্রচার বন্ধ করে। তবে তারা অনলাইন ও টেলিভিশনে সংবাদ প্রচার চালিয়ে যাচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় ব্যতিক্রমী কনটেন্টের মাধ্যমে জনপ্রিয়তা ধরে রেখেছে। সাংবাদমাধ্যমের সংখ্যা ও নিবন্ধন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা ২১৩টি, দৈনিক পত্রিকা ১,৩১১টি এবং অনুমোদিত বেসরকারি টেলিভিশন ৪৫টি। এর মধ্যে ১৭টি বেসরকারি টেলিভিশন ও ১৯৬টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টাল নিবন্ধন পেয়েছে। তবে এর বাইরেও অসংখ্য অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও ইউটিউব চ্যানেল সংবাদ প্রচার করছে, যা অনেক সময় পাঠকদের বিভ্রান্ত করছে। ফলে সাংবাদিকদের আরও সতর্ক হতে হবে, যাতে ভুল তথ্য ছড়িয়ে না পড়ে।

notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন