ঢাকা | বঙ্গাব্দ

হুমকির বিষয়ে জেলা পুলিশের অসংগতিপূর্ণ বিবৃতি, সেই সাংবাদিককে ‘চায়ের দাওয়াত’

  • আপলোড তারিখঃ 12-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 373825 জন
হুমকির বিষয়ে জেলা পুলিশের অসংগতিপূর্ণ বিবৃতি, সেই সাংবাদিককে ‘চায়ের দাওয়াত’ ছবির ক্যাপশন: ১

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় এক সংবাদকর্মীকে হুমকি দিয়ে মোবাইল ফোন কেড়ে নিয়ে ছবি ও ভিডিও ডিলিট করার অভিযোগ ওঠার পর এ নিয়ে ব্যাখ্যা দিয়েছে জেলা পুলিশ। শুক্রবার (১১ এপ্রিল) রাতে জেলা পুলিশের মিডিয়া অফিসার ও গোয়েন্দা শাখার ওসি বজলার রহমান স্বাক্ষরিত একটি লিখিত বিবৃতি গণমাধ্যমকর্মীদের সরবরাহ করা হয়।

বিবৃতিতে সাংবাদিকের মোবাইল ফোনের ভিডিও ডিলিট করার অভিযোগ স্বীকার করলেও পুলিশ দাবি করেছে, ‘আমরা মিডিয়াকে আঘাত করে কোনও শব্দ উচ্চারণ করিনি।বিবৃতিতে পুলিশ দাবি করেছে, ‘অভিযানের তথ্য ফেসবুকে ফাঁস হয়ে যেতে পারে এমন আশঙ্কায় ভিডিও ডিলিট করার পরামর্শ দেওয়া হয়েছিল।’ এ ছাড়াও ওই ‘তরুণের’ সাংবাদিক পরিচয় জানা ছিল না বলে দাবি করেছে পুলিশ।

পুলিশের লিখিত বিবৃতিতে দাবি করা হয়েছে, কুড়িগ্রামের চিলমারী ও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার লোকদের মধ্যে উত্তেজনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে জেলা পুলিশের একটি ‘চৌকস’ টিম গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র উদ্ধারের জন্য বিশেষ অভিযান পরিচালনার সময় একজন অজ্ঞাত উৎসুক তরুণ গোপন অভিযানের ভিডিও ধারণ শুরু করে। ওই তরুণ নাম-পরিচয় না দিয়েই ভিডিও ধারণ করতে থাকে। অভিযানের তথ্য ফেসবুকে ফাঁস হতে পারে আশঙ্কা করে তার মোবাইল থেকে ভিডিওটি ডিলিট করার পরামর্শ দেওয়া হয়।

বিবৃতিতে পুলিশ আরও দাবি করেছে, ‘ওই সাংবাদিকের পরিচয় আমাদের জানা ছিল না। পুলিশ ও মিডিয়া পরস্পর বন্ধু, আমরা মিডিয়াকে আঘাত করে কোনও শব্দ উচ্চারণ করিনি। একটা নির্জলা মিথ্যা ছড়ানো হচ্ছে। আমরা পরে তার পরিচয় জানতে পেরে শনিবার সাংবাদিক ভাইদের সঙ্গে একটি মতবিনিময় সভায় তাকে (ভুক্তভোগী সাংবাদিককে) আমন্ত্রণ জানিয়েছি।’

বিবৃতির শেষাংশে বলা হয়েছে, ‘ইতোমধ্যে বিষয়টি বিভিন্ন সংবাদ মাধ্যমে ভুলভাবে প্রকাশ করায় বিষয়টি নিয়ে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। তাই সকল সংবাদকর্মী ভাইদের সত্য ঘটনা প্রকাশ করার অনুরোধ জানাচ্ছি।’




কমেন্ট বক্স
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন